মালদা

পণ্য পরিষেবা কর বা GST লাগুর প্রতিবাদে ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের প্রভাব পড়ল জেলার বিভিন্ন জায়গায়

জিএসটি বন্ধের দাবী নিয়ে রাজপথে মালদা জেলার ব্যবসায়ীরা। জেলা জুড়ে ব্যবসা বন্ধ। বন্ধের প্রভাব দেখা দিয়েছে গোটা শহর জুরে। ২৪ ঘণ্টার জন্য ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ করা যায় গোটা মালদা শহর জুরে। খোলেনি কোন দোকান পাট। শহর জুড়ে ব্যবসায়ীদের হেলমেটহীন বাইক বাহিনীর মিছিল। এদিন মালদার প্রান কেন্দ্র হেড পোষ্ট অফিসের সামনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। মালদা মার্চেন চেম্বার অফ কমার্সের তরফ থেকে জানানো হয় কেন্দ্রীয় সরকার যে GST লাগু করেছে তা যদি তুলে না নেয় তাহলে তারা আগামীতে আরও বড় আন্দোলনের ডাক দিবেন। 

            পাশাপাশি এদিন পণ্য পরিষেবা কর বা GST লাগুর প্রতিবাদে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের প্রভাব পড়ল উত্তর দিনাজপুরেও। ধর্মঘটের সমর্থনে আজ সকালে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে একটি মিছিল বের করা হয়।ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স আয়োজিত মিছিলে অংশ নেন রাগঞ্জের কয়েকশো ব্যবসায়ীরা। রাসবিহারী মার্কেট থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় শিলিগুড়ি মোড়ে। আজ রায়গঞ্জের সব দোকানপাট, বাজার বন্ধ ছিল। ১৭ বছর ধরে টানাপোড়েনের পর আজ মাঝরাত থেকে চালু হতে চলেছে GST পরিষেবা তবে, এরপর কী হবে তা নিয়ে দেশবাসীর মধ্যে ধোঁয়াশার শেষ নেই। কোন কোন জিনিসের দাম বাড়বে আর কোন কোন জিনিসের দাম কমবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।